খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা ৩০

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


ইন্দোনেশিয়ার অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত জাভা দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত দুই শহর কিলাকাপ এবং বাঞ্জারনেগারায় ভূমিধসে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩০ জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এই দুই গ্রামে এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ২১ জন।
ব্যাপক বর্ষণের জেরে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কিলাকাপ এবং বাঞ্জারনেগারা শহরে বড় ভূমিধস ঘটে। এই দুর্যোগের পরে অল্প সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী। বর্তমানে উদ্ধারকারী বাহিনীর কমপক্ষে ৭০০ সদস্য তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরাও।
বৃহস্পতিবার পর্যন্ত বাঞ্জারনেগারা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ১০ জনের মরদেহ। বাকি ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিলাকাপ শহর থেকে। তবে উদ্ধার মরদেহের সংখ্যা কম হলেও নিখোঁজদের সংখ্যা বাঞ্জারনেগারা শহরে বেশি। দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, নিখোঁজ ২১ জনের মধ্যে ১৮ জনই এই শহরের।
মুহারি জানান, ভূমিধসের জেরে দুই শহরে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে। এছাড়া এ পর্যন্ত বাঞ্জারনেগারা শহর থেকে ৯ শতাধিক এবং কিলাকাপ থেকে ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এএফপিকে মুহারি বলেন, “আমরা কাজে কাক্সিক্ষত গতি আনতে পারছি না। বিপুল পরিমাণ জঞ্জালের স্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালানো সময়সাপেক্ষ ব্যাপার। এছাড়া এখনও প্রায় সময়েই বৃষ্টিপাত হচ্ছে, ফলে নতুন ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।” “তবে যত বাধাই আসুক, আগামী আরও অন্তত এক সপ্তাহ আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব”, বলেছেন মুহারি। সূত্র : এএফপি।