খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

টেস্টে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী এখন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩৩ পি.এম | ২২ নভেম্বর ২০২৫


অপেক্ষাটা ছিল কেবল সময়ের। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসেই সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন তাইজুল ইসলাম। আজ শনিবার (২২ নভেম্বর) আইরিশদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই টেস্টে এককভাবে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী বনে গেলেন অভিজ্ঞ এই স্পিনার।

ইনিংসের ষষ্ঠ ওভারে আইরিশ ওপেনার অ্যান্ডি বালবার্নিকে ফিরিয়ে তাইজুল চূড়ায় ওঠেন। তার ভেতরে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেলে এলবিডব্লিউ হয়ে যান অ‍্যান্ডি বালবার্নি। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক। তবে এতে লাভ হয়নি। তাকে ফিরতে হয় ১৯ বলে দুই চারে ১৩ রান করে। এটা তাইজুলের ২৪৭তম উইকেট।

এরপর অপর ওপেনার পল স্টার্লিংও শিকার হয়েছেন বাংলাদেশি স্পিনারের। তার ফুলার লেন্থের বলটি টার্ন করে ভেতরে ঢুকছিল। স্টার্লিং ফ্লিক করতে চেয়েছিলেন। তবে দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে শর্ট লেগে অবিশ্বাস্য এক ক্যাচ নেন মাহমুদুল। হতাশা গোপন না করে ড্রেসিংরুমের পথ ধরেন স্টার্লিং। ১০ ওভারে আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। জিততে হলে তাদের মেলাতে হবে ৫০৯ রানের অসম্ভব সমীকরণ।