খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

জানুয়ারিতে ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪৬ পি.এম | ২২ নভেম্বর ২০২৫


আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক, বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে এই বিশ্বকাপ ট্রফি। যদিও রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

ফাহাদ করিম বলেন, ইনশা আল্লাহ, জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি। এর আগে দিল্লি ও গুয়াহাটিতে প্রদর্শন করা হবে।

ঢাকায় এর আগেও ট্রফি প্রদর্শন করা হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের আগে জুনে ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় ট্রফি আসে। তখন সঙ্গে ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি।

ট্রফি প্রদর্শনের সঙ্গে বিভিন্ন আয়োজনও করা হয়েছিল, যার মধ্যে ছিল কনসার্টও। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছিল।

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় এবং দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার কারও নেই। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর, যা তিনটি ভেন্যু—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।