খুলনা | রবিবার | ২৩ নভেম্বর ২০২৫ | ৯ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি নেতার স্ত্রীর ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ২৩ নভেম্বর ২০২৫


নগরীর ২০নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য মীর মোসলেহ উদ্দিন বাবরের সহধর্মিণী শনিবার সকাল ৯টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপি’র তথ্য সম্পাদক ও খুলনার-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন নগরীর পাঁচ থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৪টি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।