খুলনা | রবিবার | ২৩ নভেম্বর ২০২৫ | ৯ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েটে গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরি বিধিশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ২৩ নভেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে শনিবার “গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন এবং এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন কুয়েটের দু’জন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিত্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম। প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও হাতে-কলমে উদাহরণসহ জটিল বিধিগুলো সহজভাবে ব্যাখ্যা করেন রিসোর্স পারসনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।