খুলনা | মঙ্গলবার | ২৫ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ২৪ নভেম্বর ২০২৫


ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢামেক আর চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ থাকবে। 
রোববার জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কামরুল আলম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদিত এ সিদ্ধান্তের কথা জানান।
অধ্যক্ষ বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাগুলো ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ সময় পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে।নোটিশে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।
অন্যদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম শাহীন বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 
তিনি বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।’