খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

টি–টোয়েন্টি বিশ্বকাপ

সূচি প্রকাশের আগেই জানা গেল ভারত-পাকিস্তান মহারণের তারিখ

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪০ পি.এম | ২৫ নভেম্বর ২০২৫


২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের আগেই জানা গেল টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ওই দিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করবে। ২০২৫ এশিয়া কাপে টানা তিনটি উত্তপ্ত লড়াইয়ের পর এই প্রথম আবার মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত–পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে, সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

আসন্ন বিশ্বকাপে ভারত বিশ্বকাপ শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে। তারপরই ১৫ ফেব্রুয়ারির পাকিস্তান লড়াই। শেষ গ্রুপ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে।

টুর্নামেন্টের এবারের আসরে গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপটি হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে কেবল কলম্বো বা ক্যান্ডিতে।

টুর্নামেন্টের ফরম্যাট আগের বিশ্বকাপের মতোই- ২০ দল, পাঁচটি গ্রুপে চার করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে, তারপর ফাইনাল। গ্রুপ পর্ব পেরোতে পারলে ভারতের তিনটি সুপার এইট ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতাতে।

ভারত সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচ হবে মুম্বাইয়ে। অন্য সেমিফাইনালের ভেন্যু হিসেবে আইসিসি রেখেছে কলম্বো অথবা কলকাতা- যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান শেষ চার নিশ্চিত করে। ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বকাপে খেলবে আরও ১৮ দল, এগুলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও তারা বিশ্বকাপে নামছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে।