খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতে ভাড়া বাসায় বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০৪:২৬ পি.এম | ২৫ নভেম্বর ২০২৫


ভারতের নয়ডার একটি এলাকার ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিক্ষার্থীর নাম শহরিয়ার।

পুলিশের তথ্যমতে, বাড়ির মালিক তাদের খবর দেন। তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে ওই শিক্ষার্থীকে দেখতে না পেয়ে খোঁজ নিতে যান তারা। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

গ্রেটার নয়ডা–১ সার্কেল অফিসার হেমন্ত উপাধ্যায় বলেন, ‘লাশটি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।’

গৃহমালিক তদন্তকারীদের জানিয়েছেন, শহরিয়ারের সঙ্গে একজন নারী ছিল বাসায়। ওই নারীর নাম রূপা। তিনি বিহার রাজ্যের বাসিন্দা।

পুলিশ বলছে, তারা নিজেদের বিবাহিত উল্লেখ করে ৮ হাজার রুপিতে একটি কক্ষ ভাড়া নেন। তারা ১৭ নভেম্বর সেখানে ওঠেন।

পুলিশ জানায়, রূপাকে সর্বশেষ ২১ নভেম্বর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গেছে। ‘সেদিন সন্ধ্যা থেকেই শহরিয়ার ফোন বন্ধ ছিল। রবিবার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি তার লাশ ঝুলছে,’ পুলিশকে জানান বাড়ির মালিক।

পুলিশ কর্মকর্তারা বলেন, তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।