খুলনা | বৃহস্পতিবার | ২৭ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

বেনাপোলে ভারতীয় পণ্যসহ দুই চোরাচালানী আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ২৭ নভেম্বর ২০২৫


বেনাপোল পোর্ট থানার আওতাধীন বেনাপোল বিওপি, রঘুনাথপুর, শাহজাদপুর এবং আমাড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ ২ চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (২৮) ও নামাজগ্রামের কামরুল হাসানের ছেলে রাব্বি হোসেন (২৭)।
বিজিবি জানায় বুধবার বিকেলে টহল দলের সদস্যরা অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ী, কম্বল, শাল চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সারজিক্যাল সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ টহল চলমান রয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় এবং উদ্ধারকৃত ভারতীয় পণ্য কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে ।