খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

তেরখাদায় রাব্বী, পাইকগাছায় ওয়াসিউজ্জামান বটিয়াঘাটায় কামরুজ্জামান

খুলনাসহ আট বিভাগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ২৭ নভেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ দিয়েছে অন্তর্বতী সরকার। এর মধ্যে বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন ইউএনও নিয়োগ দিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগে নতুন কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করত। কে কোন উপজেলায় দায়িত্ব পালন করবেন, তা বিভাগীয় কমিশনার নির্ধারণ করে দিতেন।
এবার নতুন কর্মকর্তাদের ইউএনও দায়িত্ব দিয়ে তাঁদের পদায়নকৃত উপজেলা নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বদলিকৃত কর্মকর্তাদের দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে প্রজ্ঞাপনে বলা হয়।
খুলনা বিভাগ উপজেলা নির্বাহী অফিসার : খুলনার তেরখাদায় এ বি এম সারোয়ার রাব্বী, পাইকগাছায় ওয়াসিউজ্জামান চৌধুরী ও বটিয়াঘাটায় থান্দার কামরুজ্জামান, বাগেরহাট সদরে মিজ মোসাঃ আতিয়া খাতুন ও শরণখোলায় মোঃ জাহিদ হাসান, নড়াইলের কালিয়ায় মোঃ জিন্নাতুল ইসলাম, সাতক্ষীরার তালায় তারেক হাসান, আশাশুনিতে মোঃ সাইদুজ্জামান হিমু ও কালিগঞ্জে মিজ নাজমুন লায়েল, কুষ্টিয়ার কুমারখালীতে মিজ ফারজানা আখতার ও খোকসায় মোঃ মাহমাদুল হাসান, মেহেরপুরের মুজিবনগরে সাইফুল হুদা, চুয়াডাঙ্গা সদরে রিফাত আরা ও দামুড়হুদায় মোঃ উবাইদুর রহমান সাহেল, যশোর সদরে মিজ সাফফাত আরা সাঈদ, শার্শার ফজলে ওয়াহিদ ও চৌগাছায় তানভীর আহমদ, মনিরামপুরে মোঃ স¤্রাট হোসেন, মাগুরা সদরে মিজ মেহেরুন্নাহার ও শ্রীপুরে মোহাম্মদ সালেক মূহিদ, ঝিনাইদহের শৈলকূপায় মোঃ মাহফুজুর রহমান।