খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ২৮ নভেম্বর ২০২৫


নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতি ওই গ্রামের সুমন শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতির স্বামী সুমন শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। জান্নাতি গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। পরে আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।