খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

কয়রায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৩, আটক ৩

কয়রা প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২৮ নভেম্বর ২০২৫


কয়রায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন উওর মদিনাবাদ গ্রামে মৃত শামসুর রহমান গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মদিনাবাদ গ্রামের তহমেনা খাতুন (৩০), আক্তারুল ইসলাম (৩০) ও মিরানা সুলতানা (৩৫)। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ তিন জনকে আটক করেছে।
পুলিশ ও আহতরা জানান দীর্ঘদিন যাবত শামসুর রহমান গাজীর দুই ছেলের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক বার বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শামসুর রহমান গাজীর ছোট ছেলে মোস্তফা গাজী ও জামাতা আবুল ফারাক গাজী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া লোকজন নিয়ে বড় ভাই মোশাররফ গাজীর বাড়ির সীমানা প্রাচীর ও ঘরবাড়ি ভাঙচুর করে। এতে মোশাররফ ও তার স্ত্রী মিরানা সুলতানা বাধা প্রদান করলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ৩ জন গুরুতর জখম হয়। পুলিশ আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্ব›দ্ব চলছে। তারই রেশ ধরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।