খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সহ-সভাপতি শিবলু ও সম্পাদক সৈকত

সাতক্ষীরা জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৬ এ.এম | ২৯ নভেম্বর ২০২৫


উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে  দুপুর ১ টা পর্যন্ত চলে। পরে ভোট গণনা শেষে বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। 
নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ রবিউল ইসলাম শিবলু ৩২ ভোট পেয়ে (১ম) ও খন্দকার কবির হাসান দিপু ৩০ ভোট পেয়ে (২য়) জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মোঃ লুৎফর রহমান সৈকত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে  জিএম সাইফুল ইসলাম বাপ্পি ২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ আখেরুজ্জামান ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ২৯ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুল করিম ২৮ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে জিয়াউর রহমান সবুজ ৩৩ ভোট,  ওহিদুজ্জামান শামীম ৩৩ ভোট, মোঃ আরিফ হোসেন জেম ৩২ ভোট, মোঃ ফিরোজ রহমান ৩২ ভোট, শেখ দারুজ্জামান রুবেল ৩০ ভোট,  শেখ রফিকুর রহমান লাল্টু ২৯ ভোট, মোঃ মহাসীন আলী ২৮ ভোট ও এস এম হাবিবুল হাসান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দু’টি প্যানেল হতে প্রতিদ্ব›দ্বীতা করেন। ৫৪ জন ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।