খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় প্রীতি ফুটবল খেলায় রোজেমকো সি ফুড বিজয়ী

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৭ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৫


রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সান প্রিন্টিং প্রেস আয়োজিত প্রীতি ফুটবল খেলায় রপ্তানীযোগ্য চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি নিকলাপুরস্থ রোজেমকো সি ফুড লিঃ একাদশ বিজয়ী হয়েছে। গতকাল রোববার বিকেলে তারা রূপসার জাবুসাস্থ জেমিনি সি ফুড একাদশের মুখোমুখি হয়। 
প্রচুর দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে উভয় দল ১টি করে গোল করে। এরপর খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। তবে ট্রাইব্রেকারেও ৩-৩ গোলে সমতা হলে সুপার শর্টে খেলার ভাগ্য নির্ধারিত হয়। এতে রোজেমকো সি ফুড-এর গোলকিপারের দৃড় নৈপুন্যে তারা ৪-৩ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন রোজেমকো সি ফুডের কর্মকর্তা মোঃ সেলিম রেজা, জেমিনির কর্মকর্তা মাহমুদ রিয়াদ, রোজেমকোর নাজমুল হুদা চৌধুরী, আব্দুর রউফ কোরায়েশি, খায়রুল আলম, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল। খেলায় ধারাভাষ্য দেন এড. প্রজেশ রায় ও মোস্তাহিদুর রহমান। রেফারির দায়িত্বে ছিলেন মোঃ জামাল মোল্লা।