খুলনা | সোমবার | ০১ ডিসেম্বর ২০২৫ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ও চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক |
০৩:৩৯ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৫


খুলনায় ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তারা সমাবেশ মঞ্চে পৌঁছান।

এর আগে দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। পরে শুরু হয় ইসলামী সংগীত। পরে ৮ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান।

এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করছেন।

সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করছেন। বক্তারা বলেন, যারা এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে- এ সিদ্ধান্ত নিতে হবে। ৮ দলীয় জোট মাঠে একত্র হয়ে কাজ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে শান্তির, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ৮ দলের দাবির পক্ষে জনগণ এক হয়েছে। হকের পথে জিহাদ ও সাধনা চালিয়ে যেতে হবে। হক আদায়ে আগামী নির্বাচনে মাঠে নামতে হবে। ৮ দল মিলে আগামী দিনগুলোতে দেশ শাসন করবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় সংসদে মজলুম মানুষের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এখন যারা চাঁদাবাজি ও দখলবাজির শিকার তাদের মুক্তির জন্য ৮ দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা আর প্রতারণার ফাঁদে পড়তে চাই না। আগে গণভোট দিতে হবে, তারপর নির্বাচন। পিআর ব্যবস্থা উচ্চ এবং নিম্ন কক্ষে চালু করতে হবে। সরকারের প্রতি আবেদন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। ৮ দলের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রকে এগোতে দেব না। আগামী সংসদে ইসলামী পতাকা উত্তোলনের জন্য যা যা প্রয়োজন, তা আমাদের করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

সমাবেশের বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।