খুলনা | মঙ্গলবার | ০২ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
০১:০৮ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৫

 
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার বাসিন্দা আসাবুল হকের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

নিহতের বাবা আসাবুল হক জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘এর জের ধরেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।’

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, একজন যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তিনি বলেন, ‘ঘটনার বিস্তারিত তদন্ত চলছে, পরবর্তীতে তা জানানো হবে।’