খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েটে কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও পিও এ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-কুয়েট ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে মঙ্গলবার “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও এ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড. এ বি এম আওলাদ হোসেন । তাঁরা কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম (সিও) থেকে প্রোগ্রাম আউটকাম (পিও) অর্জনের হিসাব (CO-PO attainment Calculation) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সকলকে সময়োপযোগী এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ বিভাগে এর সফলভাবে প্রয়োগ করার আহŸান জানান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, এ্যাসেসমেন্ট এবং এ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে শিক্ষা লাভ করেন।