খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ক্রিকেট লিগে নবারুন সংসদের জয়

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লিগে সুপার রেলিগেশন ফোরে অনুষ্ঠিত ম্যাচে নবারুন সংসদ ৫ উইকেটে ফ্লাইং পিজিন ক্লাবকে পরাজিত করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এ জয় তুলে নেয় নবারুন সংসদ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফ্লাইং পিজিন ক্লাব নির্ধারিত ২৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৪ রান। দলের পক্ষে চয়ন সর্বোচ্চ ২৩ রান করেন। নবারুন সংসদের বোলার সামি ও হাসনাত দারুণ বোলিং প্রদর্শন করে ৪টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে নবারুন সংসদ ২৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে জয়ের লক্ষ্য স্পর্শ করে। দলের হয়ে তরিকুল সর্বোচ্চ ২৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ জয়ে নবারুন সংসদ সুপার রেলিগেশন ফোরে মূল্যবান পয়েন্ট অর্জন করলো।