খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

নর্দান ইউনিভার্সিটি খুলনায় ফ্রি ফায়ার ল্যান গেমের গ্র্যান্ড ফাইনাল

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হলো ফ্রি ফায়ার ল্যান গেমের গ্র্যান্ড ফাইনাল। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে এবং ম্যানগ্র“প ই-স্পোর্টসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১২টি দলের মোট প্রায় ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সেলিম খান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান রনি, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান হাসিবুল ইসলাম, বিশিষ্ট ই-স্পোর্টস ব্যক্তিত্ব ফরিদ জাকারিয়া এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ। 
পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনার ই-স্পোর্টস সংগঠনের প্রতিনিধিত্বকারী এস এম সাকিব রেজা। গ্র্যান্ড ফাইনাল শেষে বিজয়ী দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৫ হাজার টাকা এবং রানার-আপ দল পেয়েছে ৮হাজার টাকা। উভয় দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ  সৈকত, মিরাজুল ইসলাম আকাশ, আহনাফ জুবায়েরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ই-স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ায় এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।