খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

টুঙ্গিপাড়ায় জব্দ ৬০ কেজি জাটকা ইলিশ, চার এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজারে অভিযানে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-এক দোকানদার জাটকা বিক্রি করছেন। উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সসময় অভিযানকারীদের দেখে দোকানদার জাটকা ফেলে পালিয়ে যায়। এরপর দোকান থেকে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে জব্দকৃত জাটকা চারটি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।