খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

কালিগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) মাইনুল ইসলাম খান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মোঃ শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সমাজসেবক আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সমতা সংস্থার নির্বাহী পরিচালক রুবিনা খাতুন, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুসহ এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।