খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

তালা প্রেসক্লাব সভাপতির বোনের ইন্তেকাল: শোক

তালা প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের একমাত্র বোন মিসেস নিছারোন বিবি (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে তালা উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমা এক ছোট ভাই, একমাত্র ছেলে, কন্যা, বৌমা, পৌত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা নামাজ আছর নামাজবাদ বিকেল ৪টা ১৫ মিনিটে শিবপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নামাজে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফি, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, বি.এম বাবলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, সৈয়দ ইদ্রিস, ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, মরহুমার মামাতো ভাই ডাঃ আব্দুস সবুর খাঁ, মোঃ রফিকুল ইসলাম খাঁ, মোঃ মফিজুল ইসলাম খাঁ, মরহুমার ভাইপো যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম, মরহুমার একমাত্র ছেলে মোঃ মজিবর মোল­া, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল­াহ হেল হাদী (মসরু), তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, নুরুল আমিন বিশ্বাস, ডাঃ আবুল বাশার, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য এড. কবির আহমেদ, পার্থ প্রতীম মন্ডল, জহর হাসান সাগর, মোঃ ফয়সাল হোসেন সহ এলাকার শত শত মুসলি­রা জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জানাযার নামাজ ইমামতি করেন মাওলানা মুহাঃ আব্দুল আলীম গাজী। মরহুমার রুহের মাগফিরাত কামনায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার যোহর নামাজবাদ মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
এদিকে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতির বোনের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি  সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু প্রমুখ।