খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অভয়নগর ভূমি অফিসের দেলোয়ারের অনৈতিক কর্মকান্ডে জনদুর্ভোগ

অভয়নগর প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


অভয়নগর উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ার হোসেনের কর্মকান্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে তিনি কাজের ত্র“টি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে এই অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্র“টি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন।
যারা ঘুষ দিতে অক্ষম, তাদের কাজ সম্পন্ন হয় না। অভিযোগকারীরা জানান, দেলোয়ার কমিশনারকে জানিয়ে দেন যে “এই কাগজপত্রে ত্র“টি আছে, কাজ করলে সমস্যা হতে পারে।” এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান। এভাবে দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান। ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকান্ড বন্ধ করা সম্ভব হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু বলেন, বিষয়টি আমি দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।