খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খালিশপুর থানা মহিলাদলের দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খালিশপুর থানা মহিলা দলের উদ্যোগে কুরআন খানী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর থানা মহিলা দলের নিজস্ব কার্যালয়ে থানা আহবায়ক শাহানাজ সরোয়ার-এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মহানগর মহিলা দলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নারগিস আলী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক বিপ¬বুর রহমান কুদ্দুছ, মহানগর মহিলা দলের সদস্য সচিব এড. হালিমা খানম, মহিলা দল নেত্রী কাওসারী জাহাজ মন্জু, খালিশপুর থানা নেত্রী চমন আক্তার, ময়না, মাকসুদা, কাজলী, কামিনী, জোসনা, জুলেখা, আনোয়ার, মাসুদা, সিবানী, লিলি, মাসুমা, লিপিকাজী, সুলতানা, লিপি, নাছিমা, রেশমী লিজা রাশিদা, কাজল, রেবা, নিপু, পান্না, রেখা, বেবী, হনুফা, রেশমাসহ খালিশপুর থানাধীন নয়টি ওয়ার্ডের মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।