খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেসিসির ২নং ওয়ার্ড বিএনপি’র দোয়া

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে টিবি হাসপাতাল রোডস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইমদাদুল হক।
থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলির ব্যবস্থাপনা দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলী, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, মুন্সি আব্দুর রব, মুন্সী আব্দুর রহমান, আফসার আলী, জহির উদ্দিন লিটন, নাদিম চৌধুরী, হাসান বেগ, হাবিবুর রহমান বিপ্লব, সিয়াম হোসেন, মামুন সেখ, সজীব, রফিকুল, রেজাউল প্রমুখ।