খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েটে কোয়েশ্চেন প্রিপারেশন, মডারেশন এন্ড কোর্স ফাইল বিষয়ক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে গতকাল বুধবার “কোয়েশ্চেন প্রিপারেশন, মডারেশন এন্ড কোর্স ফাইল প্রিপারেশন” (Question Preparation, Moderation and Course File Preparation) বিষয়ক দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও পরীক্ষার গুণগত মানোন্নয়ন এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের অংশহিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি হলো তার শিক্ষার মান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এমএমএ হাসেম, বিভাগের প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।