খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা-৩ আসনের হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি আ রশীদিয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম (রহঃ) অডিটোরিয়ামে বুধবার সন্ধ্যায় খুলনা-০৩ আসনে হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে ও এস এম আবু গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা-৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। 
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল¬াহ, খুলনা-০৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক হাফেজ আব্দুল লতিফ, স্টিয়ারিং কমিটির সদস্য তরিকুল ইসলাম, সদস্য বাদশা খান, নাজিম হাওলাদার নাঈম, মাহদী হাসান মুন্না, ইঞ্জিনিয়ারি খালিদ হাসান, পলাশ শিকদার, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১০ ডিসেম্বর বুধবার জামি আ রশীদিয়া গোয়ালখালী মাদ্রাসার অডিটোরিয়াম খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখবেন মহানগর ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।