খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আহবান বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ শুক্রবার বাদ জুমা মহানগরীর সকল মসজিদে দোয়ার আহবান জানিয়েছে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
গতকাল বৃহস্পতিবার বিএনপি’র প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। একই সাথে মহানগরীর সকল মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহবান জানানো হয়েছে। এছাড়া সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়।