খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

ফুলতলায় মতবিনিময় সভায় পরীক্ষা নিয়ন্ত্রক

পরীক্ষা দিলেই পাস কথাটি ভুলে গিয়ে শিক্ষার্থীকে পড়ার টেবিলে ফিরতে হবে

ফুলতলা প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন বলেছেন একজন শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তুলতে হলে তাদের মায়েদের ভ‚মিকা অনন্য। মা-ই পারে একজন শিক্ষাথীকে উন্নত শিখরে পৌঁছে দিতে। সন্তান যাতে নিয়মিত স্কুলে আসে সেদিকে সকল অভিভাবককে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের হাতে দয়া করে কেউ এনড্রয়েড ফোন এবং মোটরসাইকেল তুলে দিবেন না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ভাবে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করতে হবে। ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা দিলেই পাস এ কথাটি ভুলে গিয়ে সকল শিক্ষার্থীকে পড়া টেবিলে ফিরে আসতে হবে। 
বৃহস্পতিবার দুপুরে ফুলতলার আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, আলকা মিলনী হাই স্কুল পরিচালান কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সরকারি মহিলা কলেজের প্রভাষক নাসরিন পারভীন, অধ্যাপক আব্দুল আলিম মোল­া, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফতাব উদ্দিন বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক এস এ হালিম, তাপস কুমার বিশ্বাস, প্রশান্ত রায়, আঃ হাই গাজী, ইকবাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও সাবেক প্রধান শিক্ষক গাজী শহিদুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।