খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২১ অগ্রাহায়ণ ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বগুড়ায় ২৪শ’ পিস ইয়াবাসহ রূপসার আলোচিত নুর নাহার গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক |
০২:১৪ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


বগুড়ায় মাদক পাচারের সময় ২ হাজার ৪০০ পিস অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ রূপসার বহুল আলোচিত  ননদ-ভাবি মোছাঃ নুর নাহার (৪০) ও দিপা আক্তার গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিতাড়িত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক প্রভাব বিস্তার করে দাপিয়ে বেড়ানো কথিত সাংবাদিক নুর নাহারের এমন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। একজন আলোচিত পকেটমারের কন্যা নুর নাহারের বেপরোয়া বিলাসবহুল চলাফেরা ও বিত্ত বৈভবের উৎস্য মাদক কারবার বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। 
জানা গেছে রূপসার নৈহাটি এলাকার বাসিন্দা একসময়ের আলোচিত পকেটমার মতলেবের কন্যা নুর নাহার। একাধিক বিয়ের নায়িকা এ নারী এক সময় বিদেশে পাড়ি জমায়। কিছুদিন থাকার পর প্রেমঘটিত কারনে স্কুল পড়–য়া কন্যার আত্মহত্যা খবরে চলে আসে দেশে। শুরু করে মেয়ের আত্মহত্যা নিয়ে বাণিজ্য। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক নারী ও পুরুষ শিক্ষক তার মামলার কারনে আজ চাকরিহারা হয়ে এলাকা ছাড়া। এরপর শোক সামলাতে না সামলাতেই সে স্থানীয় এক নারী জনপ্রতিনিধির ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদে আবারও শুরু করে বেপরোয়া কর্মকান্ড। তবে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর তাকে এলাকায় তেমন একটা দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছে। মাদক ব্যাবসা ও প্রতারণাসহ অনৈতিক কর্মকান্ড সহজ করতে সে রূপসার এক কথিত ও বিতর্কিত সাংবাদিকের হাত ধরে সাংবাদিক পেশায় নাম লেখায়। হয়ে যায় কথিত প্রেসক্লাবের সদস্য।  বিভিন্ন সভা সমাবেশে তাকে দাপিয়ে বেড়াতেও দেখা যায়। তবে কোন পত্রিকায় কাজ করতো তার কোন তথ্য স্থানীয় সংবাদকর্মীরা দিতে পারেনি।     
উল্লেখ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে খুলনার রূপসার মোছাঃ নুর নাহার ও বাগেরহাটের ফকিরহাটের মোছাঃ দিপা আক্তার (৩০) কে ২ হাজার ৪০০ পিস অ্যাফিটামিনযুক্ত ইয়াবাসহ গ্রেফতার করে। দিপা আক্তার ও নুর নাহার সম্পর্কে ননদ-ভাবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে মোট ২ হাজার ৪০০ পিস অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবাগুলো পায়ে অভিনব উপায়ে গোপন রেখেছিলেন তারা। এ ছাড়াও পাচারের কাজে ব্যবহৃত দু’টি অ্যান্ড্রয়েড ফোন ও একটি অ্যাংলেট (জুতার ভেতরে রাখার অ্যাংলেট) উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক পাচারের ক্ষেত্রে নারীদের ব্যবহার এবং এই ধরনের অভিনব কৌশল একটি উদ্বেগজনক প্রবণতা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।