খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৫:৩২ পি.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানে। সকালে তার ফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে তার গলা পেচানো রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসলোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে।