খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় জেলা পূজা উদযাপন পরিষদে প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত রনজিৎ মুখোপাধ্যায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, পূজা পরিষদের সাবেক উপদেষ্টা ও শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেশ সরকার রিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, বাবুল চন্দ্র সাহা বাবলা, বিশ^নাথ সাহা, উজ্জ্বল পাল, প্রবীর রায়, দিলীপ দাস, বিজন বিশ্বাস, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা উৎপল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহবায়ক-সদস্য সচিব রাম প্রসাদ রায় ও বিদ্যুৎ কুমার রায়, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহবায়ক-সদস্য সচিব অনুপম মিত্র ও রনজিত বোস, জেলা পূজা পূজা পরিষদের  সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, কার্যনির্বাহী সদস্য এড. পঙ্কজ কুমার সাহা, গোবিন্দ দত্ত, শংকর সাহা, তপন চক্রবর্তী, সুমন দে, মানবেন্দ্র মন্ডল, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, দীনেশ রায়, জয়দেব কুমার রায়, শুভ শীল, বাপী সরকার এবং জেলা-উপজেলা ও মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ।