খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ডুমুরিয়ায় বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৪

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


ডুমুরিয়ার মাদারতলা বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাগুরখালি-কাঁঠালতলা সড়কের পল­ীশ্রী কলেজ সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে উপজেলা আহসান নগর ও চটচটিয়া এলাকা থেকে ৪ যুবক একটি নতুন সুজুকি মোটরসাইকেল যোগে মাদারতলা অভিমুখে যাচ্ছিল। স্থানীয়রা বলেছেন হেলে-দুলে চালানো বেপরোয়া গতির ৪ আরোহীর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতিক খটুটির সাথে ধাক্কা লাগে। এ সময় প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞাতনামা ২২ বছর বয়সী ৩ জন যুবকের মাথা ও মুখমন্ডলসহ হাত পা ভেঙে চুরে মাথার মগজ রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে একাধিক সূত্রে জানায়।