খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

নগরীতে মসজিদে মসজিদে দোয়া ও মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনায় খুলনায় ব্যাপক পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর নগরীর নিউমার্কেট বায়তুল নূর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিদের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার আন্দোলনের এক জীবন্ত প্রতীক। আজ তিনি গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া আজ সবচেয়ে বড় শক্তি। আমরা মহান আল্ল¬াহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।
তিনি আরও বলেন, বর্তমান সময়টি জাতির জন্য এক পরীক্ষার সময়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তার সুস্থতা আজ লাখো মানুষের প্রত্যাশা ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, শওকাত আলী বিশ্বাস লাবু, আবু আরা, ইয়াছিন শেখ, আবু বক্কার মীর, শেখ ফারুক হোসেন, ইশতিয়াক উদ্দিন লাভলু, সাঈদ হাসান লাভলু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, গাজী আনিস, বেল্লাল হোসেন, মীর সুমন, মোহাম্মদ রনি, আ ম সুলতান মাহমুদসহ অসংখ্য নেতা-কর্মী। দোয়া মাহফিল ঘিরে নিউমার্কেট মসজিদ এলাকায় বিপুল মানুষের সমাগম হয়। দোয়া শেষে নেতা-কর্মীদের মধ্যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ ও তার সুস্থতা ফিরে পাওয়ার প্রত্যাশা প্রতিফলিত হয়।
এছাড়াও খুলনা মহানগরের পাশাপাশি খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালিত হয়। সব অনুষ্ঠানেই বেগম জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়। মসজিদ ছাড়াও বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ প্রার্থনা করা হয়েছে।