খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিজয় দিবস উপলক্ষে নাগরিক ঐক্য’র আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


মহান বিজয় দিবস ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি হিসেবে গতকাল শনিবার বিকেলে কেসিসি মার্কেটের দোতলায় নাগরিক ঐক্য’র জেলা ও নগর শাখার সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নগর শাখার সহ-সভাপতি ক্রীড়া সংগঠক মোঃ মোস্তাকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি এড. আব্দুল মজিদ হাওলাদার।
বক্তৃতা করেন জেলা শাখার সহ-সভাপতি আনসার আলী বিশ্বাস, নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, জেলা শাখার যুগ্ম-সম্পাদক শেখ জামিরুল ইসলাম, নগর শাখার যুগ্ম-সম্পাদক মাহামুদ হাসান, দলে যোগদানকারী সাকিল হোসেন, আবু সাইদ বাবুর্চি, আবু জাফর খাঁ, সাবিনা ইয়াসমিন, এড. সরদার আবু জাফর, এস এম আব্দুস সামাদ, কাজী আব্দুল হামিদ, জাহাঙ্গীর হোসেন ফরাজী, ওয়াহেদুজ্জামান গাজী ও আবু সুফিয়ান শেখ প্রমূখ। মহান বিজয় দিবসের আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, বিএনপি’র চেয়ারপ্যারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আব্দুস সালাম মন্টু, আব্দুর রশিদ হাওলাদার ও মোকতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।