খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

গণসংহতি আন্দোলনের জেলা কমিটির উদ্যোগে নির্বাচনী ও প্রার্থী পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৩ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে নির্বাচনী ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম-আহবায়ক টিপু সুলতান। সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী। 
সভায় বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, জেলা যুগ্ম-সদস্য সচিব ও খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, আবৃত্তি স্কুলের সভাপতি সংস্কৃতিকর্মী আফরোজ জাহান চৌধুরী, মারিয়াম রিনু, শাহেদ শুভ, কবীর হোসেন বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সাগর চ্যাটার্জী, কাইয়ুম শরীফ জনি, মিহির বিশ্বাস, শামীম শাহজাহান জুয়েল, শেখ মেহেদী হাসান ও সৈয়দ রাজিবুল রশীদ সুমন প্রমুখ।