খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে ধারালো অস্ত্র, ককটেল ও গুলিসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৯ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


যশোরের পুলেরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে ককটেল, গুলি ও ধারালো অস্ত্রসহ মুরাদ হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল এ অভিযান চালায়। তিনি পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অভিযান চালানোর সময় তাকে আটক করা হলেও তার সহযোগী ইমন ও অনি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মুরাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি হাসুয়া, দু’টি ককটেল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।