খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সভাপতি নির্মল, সম্পাদক শামীম

বাংলাদেশ ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ ফ্রিল্যান্সার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, খুলনার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্মল কুমার রায়-কে সভাপতি এবং মীর মোঃ শাহরিয়ার শামীম রাজা-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 
গত ২৫ অক্টোরর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সম্মানিত সদস্যগণদের সর্বসম্মতিতে নির্মল কুমার রায়-কে আহবায়ক ও মীর মোঃ শাহরিয়ার শামীম-কে সদস্য সচিব করে দুই মাসের জন্য ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। 
উক্ত আহবায়ক কমিটি যাচাই-বাছাই সাপেক্ষে সদস্যদের পূর্বানুমতিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগণ মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আযাদ মশিউর তুহিন, ডাঃ খান আরিফুল হক, নাজমুল হুদা রজ্জু, মোঃ মোশাররফ হোসেন, শ্যামা প্রসাদ রায়, প্রফুল্ল রায়, লিয়াকত আলি সবুজ, সুজন কুমার রায়, মোঃ নাহিদ রাজ।