খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

জিজ্ঞাসাবাদের জন্য ৩ কিশোর আটক

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ প্রবাসীর পুত্রের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গিয়ে নিখোঁজের পরদিন তাজিম মোল্লা (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চর-আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) হাবিবার মৃধার পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের তিন বন্ধু ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও রিপন শেখ (১৪)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত তাজিম মোল্লা উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল মোলল্লার ছেলে। সে আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় তাজিম মোল্লা নিজ বাড়ি থেকে বের হয়ে আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি দোকানের তিন বন্ধুর সাথে কেরাম খেলে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি। সকালে আমডাঙ্গা স্কুলের পিছনে হাবিবার মৃধার পুকুরপাড়ে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবার ও স্বজনরা এসে মরদেহটি তাজিমের বলে সনাক্ত করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরুজ্জামান (পিপিএম) বলেন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তিন জনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।