খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০৩:৩৯ পি.এম | ০৮ ডিসেম্বর ২০২৫

 

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের যেভাবেই হোক আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, আমি অস্বীকার করছি না। কিন্তু নির্বাচনের আগে এসব যে বন্ধ হয়ে যাবে তা আমি বলতে পারব না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা লাইট অন-অফের মতো সুইচ থাকত, তাহলে আমি করে দিতাম। লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনোকিছু হবে না। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জানুয়ারির মধ্যেই প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন আমরা সবকিছুই নিচ্ছি। এর জন্যই কিন্তু প্রশিক্ষণ দরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বেড়েছে। ভোট গণনার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যেখানে সমস্যা আছে, সেখানে বিকল্পভাবে আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ সময় নির্বাচনে বডি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির নির্বাচনি প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইতো মাঠে, পুরো মাঠতো তারাই গরম করে রাখছে। কে কি বলে তাতো না। অনেকে আছে ঘর থেকে বের হতে চায় না।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন।