খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

অনূর্ধ্ব-১৫ বালক ফুটবল প্রতিযোগিতা ও বাছাইয়ের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩১ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা ও বাছাই গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-পরিচালক যুব উন্নয়ন খুলনা মোঃ মোস্তাক উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের খেলোয়াড় দস্তগীর হোসেন নীরা, মোস্তাফিজুর রহমান পলাশ, শেখ হেমায়েত উল­াহ। এছাড়াও ৬ টি দল যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই সবদলের কোচগণ উপস্থিত ছিলেন।