খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা বেতারের সকল অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু ও সংস্কারের দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ বেতার খুলনার সম্মুখে বেতারের সকল শিল্পীদের সংগঠন খুলনা বেতার শিল্পী সারথির পক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় থেকে বাংলাদেশ বেতার খুলনার সকল অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু ও বাংলাদেশ বেতার, খুলনার সংস্কারের দাবিতে খুলনা বেতারের সকল শিল্পীবৃন্দ একত্রিত হয়ে মানববন্ধন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর খুলনা বেতার ক্ষতিগ্রস্থ হওয়ার পর অদ্যবধি সেই অবস্থায় পরে রয়েছে। সকল অনুষ্ঠান কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। নামমাত্র ষ্টুডিও দিয়ে একটি পূর্ণাঙ্গ বেতারকে পরীক্ষামূলক বেতার কেন্দ্র হিসাবে চালানোর প্রতিবাদে খুলনার বেতার শিল্পীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। খুলনা বেতারের প্রায় তিন হাজারের মত শিল্পী তাদের শিল্প কর্ম থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে। পর্যাপ্ত অনুষ্ঠান চালানোর বাজেট না থাকায় শিল্পীরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে। তাই বাধ্য হয়ে ষ্টুডিওর ভিতরে থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলা মানুষগুলো রাজপথে দাঁড়িয়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছে। 
শিল্পী সম্মানী বৃদ্ধি, অনুষ্ঠান পূর্ণভাবে চালু, বেতার সংস্কারের নানা বিষয় নিয়ে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা বেতার শিল্পী সারথির সদস্য সচিব এসএম ইকবাল হাসান তুহিন, নাট্য ব্যক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তানিয়া সুলতানা, উম্মে কুলসুম পলি, শেখ আবদার হোসেন, সুদিপন মোহাম্মদ, মুন্সি মোস্তাক আহম্মেদ বাবু, ইমরান সাইধ চন্দন, মোঃ জাহাঙ্গীর আলম, কাজল ইসলাম, কামরুল কাজল, শরীফুল ইসলাম সেলিম, মাহমুদ হোসেন বাবু, খাদিজাতুল কুবরা, আব্দুল হালিম, স্মৃতি রোখা বিশ্বাস, আকিরুল ইসলামসহ আরো অনেক শিল্পীবৃন্দ।