খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

মোংলার দ্বিগরাজ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

মোংলা প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


মোংলা বন্দর এলাকা খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা রূপসা থেকে মোংলার উদ্দেশ্যে যাওয়ার সময় সুপার ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২ বাস দ্বিগরাজ বাজার কলেজ রোডের মুখে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে সুপার ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২ বাস নামের একটি যাত্রীবাহী বাস। মোংলা বন্দর শিল্পাঞ্চলের দ্বিগরাজ কলেজ রোডের মুখে পৌঁছালে এক পথচারীকে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে তড়িঘড়ি করে চলে যাওয়ার সময় একটি ডিমের ভ্যানকে দ্বিগরাজ বাজার থেকে সামনে বাধায়ে নিয়ে দ্বিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনাল পর্যন্ত নিয়ে আসে। এতে (অজ্ঞাত) ওই পথচারী দুর্ঘটনাস্থলে নিহত হন। অর ডিম বোঝায় ভ্যান চালক কিছুটা আহত হয়েছে এবং বাসে থাকা যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয়রা। নিহত অজ্ঞাত পথচারীকে এ্যাম্বুলেন্স যোগে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা বাসটিকে ধরে পুলিশের সহায়তায় দ্বিগরাজ পৌর ট্রাক টার্মিনালে আটক রাখা হয়েছে। বাসের চালক দুর্ঘটনার পর থেকে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘিœত হলেও প্রশাসনের সহায়তায় যান চলাচল ও দুর্ঘটনা কবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।