খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

পাটকেলঘাটায় চেতনানাশক স্প্রে করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


পাটকেলঘাটা মকসুদপুর গ্রামের একটি বাড়িতে চেতনানাশক ¯েপ্র করে পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মকসুদপুর গ্রামের সাধন দাশের বাড়িতে বুধবার দিবাগত রাত ১টার দিকে গেটের তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে তারা জানালার ফাঁকা দিয়ে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে নগদ ৪০ হাজার টাকা, ৬/৭ ভরি স্বর্ণালঙ্কার, দামী কাপড় নিয়ে যায়। যাওয়ার সময় বাড়ির মালিক সাধনের মোটরসাইকেলটি সামলাতে না পেরে পার্শ্ববর্তী হাজরাপাড়া গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে যায়। সকালে প্রতিবেশীরা সাধনের পরিবারের কাউকে না পেয়ে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে ঘরে ঢুকে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর বলেন ঘটনাটি শুনেছি। আমি ফোর্স ও তদন্ত করতে পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।