খুলনা | শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ সম্মেলনে

জেলা তাঁতীদলের ঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবি বিক্ষুব্ধদের

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


খুলনা জেলা তাঁতীদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে দুঃসময়ে হামলা-মামলার শিকার ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা মাদকসেবী ও অনুপ্রবেশকারীদের দিয়ে সদ্য ঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মাহমুল আলম লোটাস। এ সময়ে বিপুল সংখ্যক পদ বঞ্চিত নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে সৈরাচার হাসিনার পাতানো নির্বাচনের প্রতিবাদে প্রতিদিন সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এবং রাতে মশাল মিছিলে অংশগ্রহনসহ সকল আন্দোলন সমূহসন্মুখ ভূমিকা রাখার কারনে আহবায়ক মিন্টু ও সদস্য সচিব লোটাস একাধিক নাশকতার মলার শিকার হতে হয়েছে। বারংবার কারা নির্যাতনের শিকার হন। অথচ ত্যাগী-নির্যাতিত কারাবরণকারী-পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়নের মধ্যদিয়ে কমিটি গঠনের নির্দেশনা দিচ্ছেন ঠিক তখনি খুলনা জেলা তাঁতীদলে বিতর্কিত, আওয়ামী দোষর, মাদক কারবারী, সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার লক্ষে অবিবেচকের মত রাতের আধারে সাবেক কমিটির সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই কমিটি গঠন করা হয়েছে।