খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

ফেসবুকে জঙ্গিগোষ্ঠীর প্রচারণা

মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড

খবর প্রতিবেদন |
০৭:২০ পি.এম | ১২ ডিসেম্বর ২০২৫


সামাজিক যোযোগমাধ্যম ফেসবুকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর পক্ষে প্রচারণার অভিযোগে দোষী সাব্যস্ত এক বাংলাদেশি নাগরিকককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর হাইকোর্ট। দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম মোহাম্মদ দিদারুল আলম (২৯), তিনি একটি রেস্তেরাঁয় কাজ করতেন।

শুক্রবার বিচারপতি আজহার আব্দুল হামিদ রেস্তোরাঁর কর্মী ২৯ বছর বয়সী মোহাম্মদ দিদারুল আলমের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন এবং তার গ্রেফতারের তারিখ থেকে কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, রায়ে আসামিকে কারাদণ্ডের সাজা শেষ করার পর তার নিজ দেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দিদারুলের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ মে বুকিত আমানে স্পেশাল ব্রাঞ্চের সন্ত্রাসবাদবিরোধী বিভাগ ‘আল মুবিন ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএস সন্ত্রাসীগোষ্ঠীকে সহায়তা প্রদানের অভিযোগ আনে। পরে দেশটির দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল, যার সর্বোচ্চ শাস্তি ৪০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অপরাধ সংঘটনে ব্যবহৃত যেকোনো সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, পুলিশ তদন্তে জানা গেছে- অভিযুক্ত দিদারুল তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ছবি, ভিডিও এবং অন্যান্য সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট এবং শেয়ার করে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর প্রচারণা চালিয়েছেন।

মালয়েশিয়ার ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফতাল মারিজ মাহামেদ আদালতের কাছে আবেদন করেছেন, অভিযুক্ত এবং অন্যান্য বিদেশী নাগরিকদের, বিশেষ করে যারা সন্ত্রাসবাদ-সম্পর্কিত কার্যকলাপে জড়িত তাদের প্রতিরোধ করার জন্য একটি উল্লেখযোগ্য শাস্তি প্রদান করা হোক।

তিনি বলেন, ‘অভিযুক্তের কোনও পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড নেই, তবে এটি একটি গুরুতর অপরাধ যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

এদিকে আদালতে দিদারুল একজন দোভাষীর মাধ্যমে বাংলাদেশে তার পরিবার এবং বাবা-মাকে ভরণপোষণের জন্য আবেদন করেন।

তিনি বাংলায় বললেন, ‘আমি মালয়েশিয়ায় কাজ করতে এসেছি এবং আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি।’ 
সূত্র: বার্নামা, ফ্রি মালয়েশিয়া টুডে