খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ১ পৌষ ১৪৩২

ডুমুরিয়ার পল্লীতে দু’সন্তানের জননীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


ডুমুরিয়ার পল্লীতে শ্রীমতি বাছাড় (৩৭) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। খবর সন্ধ্যায় ডুমুরিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সে ডুমুরিয়া উপজেলার খলশিবুনিয়া গ্রামের সৌমিত্র বাছাড়ের স্ত্রী। 
পুলিশ বলেছে তুচ্ছ পারিবারিক কোন কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। পারিবারিক জীবনে সৌমিত্র বাছাড় ও শ্রীমতি বাছাড় দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেল সৈকত বাছাড় (১৮) যশোর ক্যান্টমেন্ট কলেজে অধ্যায়ণরত ও ছোট ছেলে পিয়াস বাছাড় (৪)। এদিকে মাকে হারিয়ে অশ্র“জলে বাকরুদ্ধ হয়ে পড়ে তাদের আদরের দুই সন্তান। আর স্বামী নিকটতম স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রজু হয়েছে। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।