খুলনা | শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০৪ পি.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদ এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

মিছিলে, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট, বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম শান্তসহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মিছিলকারীরা হাদির উপর হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান। হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব দে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগেরহাট শহর। হাদির উপর এই গুলিকে নির্বাচন বাঞ্চালের সরযন্ত্র দাবি করেন মিছিলকারীরা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, যুগে যুগে যারা গনতন্ত্র ও নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চেয়েছে তারাই হাদির উপর হামলা করেছে। এটা নির্বাচন বাঞ্চালের একটি ষরযন্ত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাদির উপর গুলি বর্ষনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সকল প্রার্থীর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই নেতা।