খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

হাদির অবস্থা অপরিবর্তিত, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

খবর প্রতিবেদন |
০৪:৩৬ পি.এম | ১৩ ডিসেম্বর ২০২৫


এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে একাধিক বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে রোগীর সার্বিক শারীরিক অবস্থা, স্নায়বিক আঘাত ও চলমান চিকিৎসাপদ্ধতি পর্যালোচনা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈঠকের পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানায়, আপাতত ওসমান হাদির নতুন কোনো অস্ত্রোপচার করা হবে না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চলমান চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, গুরুতর মস্তিষ্কে আঘাতের কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তার অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এ অবস্থায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ মেডিকেল পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।