খুলনা | বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

তারুণ্যের উৎসব উপলক্ষে দিঘলিয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দিঘলিয়া প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে দিঘলিয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। উদ্বোধনী দু’টি ম্যাচে গাজীরহাট ও আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে পরাজিত করে দিঘলিয়া এবং বারাকপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি  ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।